Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চরআড়ালিয়া

নরসিংদী জেলার পাচটি উপজেলার মাঝে রায়পুরা উপজেলা হল সবচেয়ে বড়। কিন্ত রায়পুরা উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন হল চর আড়ালিয়া, মেঘনা নদীর উত্তর পাশে একটু ভিতরে  অবস্থিত চর আড়ালিয়া ইউনিয়ন । বর্তমানে চর আড়ালিয়া ইউনিয়নে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান অবস্থিত আছে ।

 

ক) নাম – চর আড়ালিয়া ইউনিয়ন ।

খ) আয়তন – ২২৩৭ একর।

গ) লোকসংখ্যা – ১৩৮১৫ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – নৌকা যোগে রায়পুরা উপজেলাধীন থানা থেকে আনুমানিক ৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে । পার্শবর্তী ইউনিয়ন আমিরগঞ্জন থেকে অটো বা সি এন জি দিয়ে আসা যায়।

জ) শিক্ষার হার – ৫০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

 সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি,    

 উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

  মাদ্রাসা- ৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোসাঃ মাসুদা জামান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-নাই ।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –নাই।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –নাই।

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৪/২০২৪ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৮/০৪/২০২৪ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৪/০৪/২০২৯ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             চর আড়ালিয়া          বাঘাইকান্দি          বরদাকান্দি

             বাতাকান্দি             বটতলী                 বটতলী খামার

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) ইউনিয়ন হিসাবসহকারী কাম-কম্পিউটার অপারেটর-১ জন

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।